নারায়ণগঞ্জে ইজিবাইক চালককে গলা কেটে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় ইসহাক মিঝি (৪৫) নামের এক ইজিবাইক চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সোহরাব হাওলাদার (৪০) নামের একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
শনিবার (২২ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে ফতুল্লার কোতালেরবাগ এলাকায় রেললাইনের পাশের সড়কে এ ঘটনা ঘটে।
নিহত ইসহাক মিঝি চাঁদপুরের মতলবের নায়েরগাঁও ইউনিয়নের আয়ুব আলীর ছেলে। তিনি ফতুল্লার পশ্চিম সস্তাপুর এলাকায় রেজাউলের বাড়িতে ভাড়া থাকেন। বাড়ির পার্শ্ববর্তী শফিকের মালিকানাধীন ইজিবাইক ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি।
আটক সোহরাব হাওলাদার পটুয়াখালীর রাঙ্গাবালী বাহেরচর গ্রামের মৃত আতহার হাওলাদারের ছেলে। তিনি ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকার লালের বাড়িতে ভাড়া থাকেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৩টার দিকে চিৎকার শুনে আশপাশের বাড়ির লোকজন ঘর থেকে বের হলে ৩-৪ জন লোককে ইজিবাইক চালক ইসহাক মিঝিকে ঘিরে দাঁড়িয়ে থাকতে দেখেন। তখন এলাকাবাসীদের দেখে দাঁড়িয়ে থাকা লোকজন দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় একজনকে এলাকাবাসী আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। বাকিরা পালিয়ে যায়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, নিহতের মরদেহ শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক রয়েছে। কী কারণে তাকে হত্যা করা হলো এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মেহেদী হাসান সৈকত/এমজেইউ