আরডিজেএ-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতি বছরের মতো এবারও পবিত্র মাহে রমজানে রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার (আরডিজেএ) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (২২ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির তৃতীয় তলায় ক্রাব মিলনায়তনে সংগঠনটির এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের ঢাকাস্থ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত রংপুর বিভাগের আটটি জেলার গণমাধ্যম কর্মীরা। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন আরডিজেএ-এর সভাপতি মর্তুজা হায়দার লিটন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক ইমরুল কাওসার ইমন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
ইফতার মাহফিলে আরডিজেএ সভাপতি মর্তুজা হায়দার লিটন বলেন, আরডিজেএ প্রায় এক যুগেরও বেশি সময় ধরে রংপুর বিভাগের আটটি জেলার ঢাকায় কর্মরত গণমাধ্যম কর্মীদের নিয়ে কাজ করছে। আগামী দিনগুলোতে সংবাদ কর্মীদের স্বার্থ সুরক্ষায় সাংগঠনিকভাবে আরও বেশ কিছু উদ্যোগ নেওয়া হবে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক আজমীর শহীদুল আহসান বলেন, রংপুর বিভাগ এবং উত্তরবঙ্গকে এগিয়ে নিতে কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে কাজ করতে হবে। সংবাদ কর্মীদের সুরক্ষায় কাজ করতে হবে।
সংগঠনের সাধারণ সম্পাদক ইমরুল কাওসার ইমন বলেন, ঢাকায় কর্মরত রংপুর বিভাগের প্রায় ৫০০ সংবাদ কর্মীদের সংগঠন আরডিজেএ। সংবাদ কর্মীদের সুরক্ষায় বিভিন্ন সময় নানা ধরনের উদ্যোগ নিয়েছে রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা। উত্তরের পিছিয়ে পরা জনগোষ্ঠীসহ গণমাধ্যম কর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনের সদস্যদের পরিবারের সুরক্ষায় কাজ করছে রংপুর বিভাগ সাংবাদিক সমিতি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মাকসুদার রহমান মাকসুদ, সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ চৌধুরীসহ প্রমুখ।
এএমকে