দল হিসেবে আ.লীগের অপরাধের বিচার করতে হবে : জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, অভ্যুত্থানের ৭ মাস অতিক্রান্ত হওয়ার পরও বিচার কাজ এখনো উল্লেখযোগ্য মাত্রায় এগোয়নি। ফলে মানুষের মধ্যে এক ধরনের হতাশা তৈরি হয়েছে। সেই হতাশার প্রতিফলন দেখা যাচ্ছে বিভিন্ন মাধ্যমে প্রতিনিয়ত। আওয়ামী লীগের যে নেতৃবৃন্দের নির্দেশে হত্যাযজ্ঞ চালানো হয়েছে অবিলম্বে তার বিচার করতে হবে। একই সঙ্গে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে জুলাই-আগস্ট ২০২৪ এর অভ্যুত্থানে নির্বিচার হত্যাযজ্ঞ চালানোর জন্য।
বিজ্ঞাপন
শনিবার (২২ মার্চ) বিকেলে পাবনা পুলিশ লাইনস সংলগ্ন একটি রেস্টুরেন্টে গণসংহতি আন্দোলন জেলা শাখার উদোগে নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও এর রূপরেখা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, ভারতীয় গণমাধ্যম বাংলাদেশকে বিশ্বের সামনে ইসলামী জঙ্গিবাদের উত্থান হিসেবে দেখাতে চায়। আর বাংলাদেশে তৌহিদি জনতার নামে মব তৈরি করে অরাজকতা তৈরি করা হচ্ছে, মাজার ভাঙা হচ্ছে, হামলা করা হচ্ছে। এই মব অরাজকতার কাজ কোনোভাবেই বাংলাদেশের পক্ষে যায় না। বরং ভারতীয় গণমাধ্যম যা দেখাতে চায় সেটাই ঘটছে।
বিজ্ঞাপন
গণসংহতি আন্দোলনের পাবনা জেলা শাখার আহ্বায়ক জুলহাসনাইন বাবুর সভাপতিত্বে এবং জেলা সম্পাদক শেখ আজহারুল ইসলাম আজহারের সঞ্চালনায় এ সময় গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, জাতীয়তাবাদী আইনজীবী সমিতি পাবনা জেলার সভাপতি ও পাবনা বারের জিপি আরশেদ আলন, ক্যাপ্টেন ডা. সারোয়ার জাহান ফয়েজ, কবি ও কথা সাহিত্যিক হাসনাত, বিশিষ্ট সমাজসেবক আইমান জান চৌধুরী, বেড়া উপজেলা গণসংহতির আহ্বায়ক আব্দুল আলীম, পাবনা জেলার যুগ্ম সম্পাদক কামরুল হাসান লিটন, সাথিয়া উপজেলার আহ্বায়ক মুরাদ হোসেনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাকিব হাসনাত/আরএআর