অপহরণের ৬ দিন পর ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৫

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অপহরণের ছয় দিন পর নয়ন চন্দ্র দাস নামে এক ব্যবসায়ী উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ মার্চ) ভোরে রাজধানী যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় পাঁচ অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
রামু চন্দ্র দাসের ছেলে নয়ন দাস পেশায় একজন ব্যবসায়ী, তিনি গত রোববার সকাল ১০টার দিকে নাসিরনগর উপজেলার ফান্দাউক বাজার থেকে অপহৃত হন। ১০ দিন আগে বিয়ে করেছিলেন নয়ন।
অপহরণকারীরা নয়নের পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবির পাশাপাশি বিষয়টি পুলিশকে জানালে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেন। এরপর সোমবার সকাল ১০টার মধ্যে মুক্তিপণ পরিশোধের শর্ত দেওয়া হয়, তবে নির্ধারিত সময় পার হওয়ার পর অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
আরও পড়ুন
নয়নের পরিবার একদিকে অপহরণকারীদের চাহিদা মেটানোর চেষ্টা করছিল, অন্যদিকে পুলিশের সহযোগিতার আশায় ছিল। পুরো ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণ জনসমাগমপূর্ণ বাজার থেকে একজন ব্যবসায়ীকে প্রকাশ্যে তুলে নেওয়া হয়।
নাসিরনগর থানা পুলিশের তৎপরতায় শেষ পর্যন্ত অপহরণের ছয় দিন পর নয়নকে উদ্ধার করা হয় এবং পাঁচ অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। তবে উদ্ধার অভিযানের বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করেনি পুলিশ।
ওসি মো. খায়রুল আলম বলেন, নয়ন দাসকে উদ্ধার করা হয়েছে এবং পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত তথ্য জেলা পুলিশ সুপার পরে জানাবেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নয়ন দাস যখন প্রতিদিনের মতো দোকান খুলে পূজা করছিলেন, তখন দুই ব্যক্তি বাজারে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন এবং তাদের কোমরে ওয়াকিটকি জাতীয় কিছু ছিল।
বাজারের ব্যবসায়ী জুয়েল দাস বলেন, নয়নকে প্রকাশ্যে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এমন ঘটনা আমাদের সবাইকে আতঙ্কিত করে তুলেছে।
মাজহারুল করিম অভি/এএমকে