আ.লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে ভোলায় এনসিপির মশাল মিছিল

গণহত্যার দায়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে ভোলায় মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
গতকাল রাতে ভোলা জেলা শহরের ইলিশ চত্বর থেকে মিছিলটি বেরিয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
সমাবেশে বক্তারা বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানে এ দেশের ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা করে দেশ থেকে পালিয়েছে স্বৈরাচারি শেখ হাসিনা ও আওয়ামী লীগ। ৫ আগস্ট আ.লীগের পতনের মধ্য দিয়ে তাদের কবর রচনা হয়েছে। পুনরায় আ.লীগকে এ দেশে রাজনীতিতে ফেরানোর নীল নকশা চলছে, যা শহীদদের রক্তের সাথে বেইমানির সামিল। অন্তবর্তীকালীন সরকারের কাছে গণহত্যার দায়ে শেখ হাসিনাসহ সকল হত্যাকারীদের বিচার ও আ.লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান বক্তারা। আ.লীগের রাজনীতি নিষিদ্ধ করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বক্তারা।
আরও পড়ুন
সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির ভোলা সদরের প্রতিনিধি রশিদ আহমেদ, ইয়াসির আরাফাত, রাকিব, আতিকুল্লাহ রহমান,আমির হামজা প্রমুখ।
খাইরুল ইসলাম/এনএফ