খুলনায় বেসরকারি পাটকল শ্রমিকদের মশাল মিছিল

খুলনায় ব্যক্তি মালিকানাধীন সব জুট মিল চালু ও বন্ধ করা মিলের শ্রমিক, কর্মকর্তা-কর্মচারীদের ঈদের আগে সব পাওনা পরিশোধসহ ৭ দফা দাবিতে মশাল মিছিল করেছেন বেসরকারি পাটকল শ্রমিকরা।
বিজ্ঞাপন
শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় খানজাহান আলী থানাধীন শিরোমণি খুলনা-যশোর মহাসড়কে এ মশাল মিছিল করা হয়। এর আগে প্রতিবাদ সভা করেন শ্রমিকরা। ব্যক্তি মালিকানাধীন পাট সুতা, বস্ত্র কল শ্রমিক কর্মচারী ফেডারেশন এ মশাল মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আগামী ২৪ ও ২৫ মার্চের মধ্যে শ্রমিকদের দাবি মেনে না নিলে ২৭ মার্চ সকাল ১০টা থেকে শিরোমণি শহীদ মিনারের সামনে খুলনা-যশোর মহাসড়ক ও রেলপথ অবরোধ করা হবে।
সভায় বক্তব্য দেন- খান জাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, ব্যক্তি মালিকানাধীন পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম রসূল খান, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহ তারেক প্রমুখ।
বিজ্ঞাপন
মোহাম্মদ মিলন/এমএ