জুলাই স্পিরিট ছিল ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে : শিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, জুলাই বিপ্লবের স্পিরিট ছিল ন্যায়ের পক্ষে এবং অন্যায়, জুলুম, দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টদের বিপক্ষে। জুলাই স্পিরিট ধরে রাখার জন্য যদি আমাদের আবার জীবন দিতে হয়, রক্ত দিতে হয় তা আমরা দেব। এরপরও আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না।
শুক্রবার (২১ মার্চ) ইসলামী ছাত্রশিবিরের সাবেক সদস্য ও সাথীদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ নগরীর মাসদাইর এলাকার বাংলা ভবন কমিউনিটি সেন্টারে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
জাহিদুল ইসলাম বলেন, জুলাইয়ের আরেকটা স্পিরিট ছিল আমরা মজলুম। কোনো না কোনোভাবে জুলুমের শিকার হচ্ছি। আরেকটা পক্ষ বারবার জুলুম করেই যাচ্ছে। জালেম এবং মজলুমের মধ্যকার লড়াইয়ে আল্লাহর সাহায্য অবধারিত থাকে। সেটা জুলাইয়ের আন্দোলন প্রমাণ করে দিয়েছে। জুলাইয়ের বড় কনসেপ্ট ছিল ঐক্যবদ্ধ হওয়া। আমাদের মতের ভিন্নতা ছিল চিন্তার ভিন্নতা ছিল কিন্তু অন্যায়ের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ ছিলাম।
তিনি আরও বলেন, জুলাইয়ের স্পিরিট ছিল ভ্রাতৃত্ব ভালোবাসা। সেক্রিফাইস করার মানসিকতা। যার কারণে আহত অনেককে সাহায্য করার সময় তারা বলেছে আপনারা আন্দোলনকে এগিয়ে নিয়ে যান। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না।
শিবির সভাপতি বলেন, আজকের এই দিনে মনে হচ্ছে আমরা জুলাই স্পিরিটকে ভুলে যাচ্ছি। ওই সময়ে যে মানসিকতা ছিল কেন জানি সেটা থেকে আমরা সরে যাচ্ছি। দুনিয়ার প্রাপ্তির দিকে নজর চলে যাচ্ছে। ক্রেডিট নিয়ে এক ধরনের ডিবেট শুরু হয়ে গেছে। কে কার চেয়ে কত বেশি নিজেকে জাহির করেছি। এ বিষয়ে সতর্ক থাকতে হবে।
নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মো. ইসমাইলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- মহানগর জামায়াতে ইসলামীর আমির ও সাবেক কেন্দ্রীয় শিবির সভাপতি আবদুল জব্বার।
মেহেদী হাসান সৈকত/এমএ