সোনাহাট ব্রিজের পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ

কুড়িগ্রামের সোনাহাট ব্রিজের পাটাতন ভেঙে ২২ ঘণ্টার বেশি সময় ধরে বন্ধ রয়েছে ভারী যানবাহন চলাচল। এতে ব্রিজের দুই পাড়ে আটকা পড়েছে দুই শতাধিক পণ্যবাহী গাড়ি।
বিকল্প পথ না থাকায় সীমাহীন দুর্ভোগে পড়েছেন ব্যবসায়ীসহ চলাচলকারীরা। অনেকের অভিযোগ, দীর্ঘ সময় অতিবাহিত হলেও সংস্কারের উদ্যোগ নেয়নি সড়ক বিভিাগ।
স্থানীয় লোকজন ও মালবাহী গাড়ির চালকরা বলেন, গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে সেতুটির মাঝ বরাবর একটি পাটাতন ভেঙে যায়। এরপর থেকে এ দুর্ভোগ সৃষ্টি হয়।
তারা আরও বলেন, সেতুর পাটাতন ভেঙে যাওয়ার কারণে ভারী যান চলাচল বন্ধ থাকলেও পথচারী পারাপার চলছে। মোটরসাইকেল, অটোরিকশাও চলাচল করতে পারছে। তবে দুই পাশে যানযট থাকায় ভোগান্তিতে পড়েছেন সবাই।
এ বিষয়ে কুড়িগ্রাম সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌসলী নজরুল ইসলাম জানান, সেতুটি দ্রুতই সংস্কারের চেষ্টা চলছে।
মমিনুল ইসলাম বাবু