পাওনা টাকা চাওয়ায় চোর অপবাদ দিয়ে রাজমিস্ত্রিকে নির্যাতনের অভিযোগ

জামালপুরে মো. মামুন (৩০) নামের এক রাজমিস্ত্রিকে নির্যাতনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। শুক্রবার (২১ মার্চ) সকালে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে গত বুধবার দিবাগত রাতে জামালপুর সদর উপজেলার শাহবাজপুর পূর্বপাড়া এলাকার হাসমত তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার রাজমিস্ত্রি মামুন একই ইউনিয়নের গণেশপুর এলাকার আব্দুল হাকিমের ছেলে। আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শাহবাজপুর পূর্বপাড়া এলাকার মো. ইলিয়াস (২৫) ও মো. মিজানুর রহমান (২৮) নামের দুইজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, কয়েক দিন থেকে রাজমিস্ত্রি মামুন শাহবাজপুর এলাকার হাসমত তালুকদারের বাড়িতে দালান নির্মাণের কাজ করছেন। দালান নির্মাণের কাজের পাওনা টাকা চাইতে গেলে বুধবার সন্ধ্যার দিকে টাকা দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নেন হাসমত তালুকদার। পাওনা টাকা নিয়ে হাসমত তালুকদার ও রাজমিস্ত্রি মামুনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে হাসমত তালুকদার ও তার লোকজন রাজমিস্ত্রি মামুনকে চুরির অপবাদ দিয়ে রড ও বাঁশ দিয়ে ব্যাপক মারধর করেন।
মামুনের মা মাজেদা বেগম বলেন, ‘আমার ছেলে হাসমত তালুকদারের কাছে টাকা পাইতো। সেই টাকা আনতে গিয়ে আমার ছেলেরে রড দিয়ে পিটায়ে সারা শরীর জখম করছে, পায়ে বেশি মারছে। তাদের কথা অনুযায়ী আমার ছেলে যদি চুরি করেও থাকে তাহলে আমাদের বলতো, না হয় পুলিশে দিতো। এভাবে মারলো কেন? আমার ছেলেকে নির্যাতনের সুষ্ঠু বিচার চাই।’
মমতাজ উদ্দিন নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘চিৎকার-চেঁচামেচি শুনে গিয়ে দেখি রাজমিস্ত্রি মামুনকে হাসমত তালুকদারের লোকজন পিটাইতেছে। মামুন অনেকবার বলছে আমি চুরি করি নাই, আমি টাকা পাই, টাকা চাইতে আইছি। কিন্তু হাসতম তালুকদার চুরির অপবাদ দিয়ে ছেলেডারে মারছে।’
এ বিষয়ে জানতে হাসমত তালুকদারের মোবাইলে একাধিকবার কল দিলে বন্ধ পাওয়া যায়। পরে তার বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি।
নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মনজুরুল হক বলেন, এই ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়েছে। আহত মামুনের পরিবার থেকে এখনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মুত্তাছিম বিল্লাহ/এমজেইউ