সুগন্ধা নদীতে নৌকাডুবির ৩ দিন পর মিলল শিশুর মরদেহ

ঝালকাঠির নলছিটিতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া শিশু রায়হান মল্লিকের (৯) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের তিন দিন পর শুক্রবার (২১ মার্চ) সকালে নলছিটির দপদপিয়া লঞ্চঘাট এলাকায় তার মরদেহ ভেসে ওঠে।
স্থানীয় লোকজন নদীতে মরদেহ ভাসতে দেখে নলছিটি ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ তার বাবা মো. আলী মল্লিকের কাছে হস্তান্তর করা হয়।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন নলছিটি ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. আলমগীর হোসেন।
উল্লেখ্য, গত ১৮ মার্চ নলছিটির গৌড়িপাশা এলাকার মো. আলী মল্লিকের ছেলে রায়হান মল্লিক প্রতিবেশী জেলে বিপ্লব হাওলাদারের সঙ্গে সুগন্ধা নদীতে মাছ ধরা দেখতে গিয়েছিল। জাল ফেলার পর তারা অপেক্ষা করছিল, ঠিক তখনই ঢাকা থেকে আসা এমভি মিতালি-৫ লঞ্চটি তাদের নৌকাকে ধাক্কা দেয়। মুহূর্তের মধ্যে নৌকাটি ডুবে যায়।
জেলে বিপ্লব হাওলাদার সাঁতরে অন্য একটি নৌকায় উঠতে সক্ষম হলেও রায়হান পানির স্রোতে তলিয়ে যায়। এরপর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান চললেও তার সন্ধান মেলেনি। অবশেষে শুক্রবার সকালে তার মরদেহ ভেসে ওঠে।
মো. শাহীন আলম/এএমকে