জামালপুরে ২৯ লাখ টাকার মাদকসহ তিনজন আটক

জামালপুরে বিপুল পরিমাণ ফেনসিডিল ও ভারতীয় মদসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে জামালপুর মেডিকেল কলেজের বিপরীত পার্শ্বের ছোটগড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাসুদ আনোয়ার।
আটক ব্যাক্তিরা হলেন- জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নে চরবাগবাড়ী এলাকার মৃত ওমর আলী মণ্ডলের ছেলে মালেক খোকন (৪৭), চরবানীপাকুরিয়া ইউনিয়নের ভাবকী এলাকার খালেকের ছেলে মো. আজিজুর রহমান বাবু (২৪) ও পাটুনিপাড়া এলাকার সোহরাব হোসেনের ছেলে হাফিজুর রহমান (৪০)। এদের মধ্যে মালেক খোকনের বিরুদ্ধে মেলান্দহ থানায় মাদক মামলা রয়েছে।
এক প্রেস ব্রিফিংয়ে মাসুদ আনোয়ার বলেন, বৃহস্পতিবার বিকেলে শহরের জামালপুর মেডিকেল কলেজের বিপরীতে মনিরাজপুর ছোটগড় এলাকায় পতিত জমিতে একটি ড্রাম ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-২২৪৮) থেকে অন্য একটি ড্রাম ট্রাকে ও পিকআপ ভ্যানে মাদক স্থানান্তর করতেছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭টি সাদা প্ল্যাস্টিকের বস্তা থেকে ১৪৩৪ বোতল ফেনসিডিল ও ২৪ বোতল আইকোনিক হোয়াইট ব্র্যান্ডের বিদেশি মদসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। যার আনুমানিক মূল্য ২৯ লাখ ৪০ হাজার টাকা।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, আটককৃত মো. মালেক খোকনের বিরুদ্ধে পুর্বেও মেলান্দহ থানায় মামলা মামলা রয়েছে। এছাড়াও আটকদের নামে নিজ নিজ এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিতি রয়েছে। আটক তিনজনের বিরুদ্ধে জামালপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
মুত্তাছিম বিল্লাহ/এমএ