ফ্যাসিবাদের আমলে সাংবাদিকতা বলে কিছু ছিল না : কাদের গনি চৌধুরী

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, হলুদ সাংবাদিতা, অপতথ্য, তথ্যসন্ত্রাস সাংবাদিকতার মর্যাদাকে ম্নান করে দিচ্ছে। আজকে দুটি বিষয় সারা দুনিয়ার সাংবাদিকদের ক্ষেত্রে সামনে চলে এসেছে। একটি হচ্ছে ফেইক আরেকটি হচ্ছে থ্রেড। বস্তুনিষ্ট সাংবাদিকতার জন্য এ দুটি বড় ধরনের বাধা হয়ে দাঁড়িয়েছে। অর্থের প্রতি যদি লোভ থাকলে সত্যনিষ্ট সাংবাদিকতা ও বস্তুনিষ্ট সাংবাদিকতা করা যায় না। ভয়কে জয় করার যদি সাহস না থাকে, আপনি যদি সে ধরনের পরিবেশ না পান তাহলে সাংবাদিকতার যে চ্যালেঞ্জগুলো রয়েছে সে চ্যালেঞ্জ মোকাবিলা করা কোনো অবস্থাতেই সম্ভব নয়।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের (জেইউজি) ইফতার ও দোয়া মাহফিল প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাদের গনি চৌধুরী বলেন, গণমাধ্যমে যারা কাজ করেন সেই সাংবাদিকদেরকে বলা হয় জাতির বিবেক। সত্যিকার অর্থে সাংবাদিকরা যথাযথভাবে সেই দায়িত্বশীল ভূমিকা পালন করছি না। কিংবা করতে পারছি না। বিশেষ করে বিগত ফ্যাসিবাদের আমলে আমাদের সাংবাদিকতা বলে কিছু ছিল না। সত্য তুলে ধরার কোনো সুযোগ ছিল না। ফ্যাসিবাদ পালিয়ে গেছে এখন সাংবাদিকদের জন্য একটি সুন্দর সময়। আমরা এখন সত্যিকারের সাংবাদিকতা করব। আমরা সাদাকে সাদা বলব, কালোকে কালো বলব। সত্যকে তুলে ধরব, মিথ্যাচারের ধারে কাছেও যাব না। স্বাধীন গণমাধ্যমের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা কেবল সম্ভব।
বিজ্ঞাপন
তিনি বলেন, আপনাদের নিশ্চই খেয়াল আছে প্যারিস ও আমেরিকার যুদ্ধ। বলা হয় এ যুদ্ধের জন্য উৎসাহ যুগিয়েছিল হলুদ সাংবাদিকতা। কাজেই আমাদের সচেতন হতে হবে এবং সত্যটাই আমাদের লিখতে হবে। মনে রাখতে হবে যেখানে সত্য সেখানেই সাংবাদিকতা। যেখানেই সুন্দর সেখানেই সাংবাদিকতা। যেখানে কল্যাণ, মঙ্গল সেখানেই সাংবাদিকতা। এর বাইরে অন্য কোনো সুযোগ নেই।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন।
বিজ্ঞাপন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, গাজীপুর জেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক জামাল উদ্দিন। বক্তব্য দেন বিএনপি নেতা ড. শহিদুজ্জামান, মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি সালাউদ্দিন আইয়ুবী প্রমুখ।
সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের (জেইউজি) সভাপতি এইচ এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ হেদায়েত উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শিহাব খান/আরএআর