মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্র থেকে সরে আসার আহ্বান শিক্ষার্থীদের

আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে নেত্রকোণা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্র থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা। তা নাহলে সাধারণ শিক্ষার্থী এবং নেত্রকোণার সর্বস্তরের জনগণ ঢাকা অভিমুখে লংমার্চ শুরু করবে বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনরত নেত্রকোণা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে নেত্রকোণা মেডিকেল কলেজ নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে তারা বলেন, বাংলাদেশের সবচেয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমরা শিক্ষার্থীরা নিজেদের মেধার স্বাক্ষর রেখেই এই মেডিকেল কলেজে ভর্তি হয়েছি। আমাদের শিক্ষকরা তাদের নিজ নিজ বিষয়ে হাইলি এডুকেটেড এবং তথাকথিত মানসম্পন্ন মেডিকেল কলেজ থেকেই উনারা ট্রান্সফার হয়ে এখানে এসেছেন।
বিজ্ঞাপন
আপনারা মেডিকেল কলেজ মার্জ করে দিতে চাচ্ছেন। আপনারা কি একবারও নেত্রকোণার সাধারণ মানুষের কথা চিন্তা করেছেন। ২৪ লাখ মানুষের জন্য এই একটি মেডিকেল কলেজ। স্বাধীনতার ৫৪ বছরেও তারা এখনো চিকিৎসাসেবা সম্পূর্ণভাবে পাচ্ছেন না। পাহাড় ও হাওর বেষ্টিত দুর্গাপুর-কলমাকান্দা থেকে যারা আসেন চিকিৎসার জন্য, তারা এখানে পর্যাপ্ত সুচিকিৎসা পাচ্ছেন না। সদর হাসপাতালে ইভিনিং এবং নাইট শিফটে কোনো ডাক্তার থাকেন না। ১৮ ঘণ্টা ডাক্তার না থাকার কারণে এখানে সাধারণ মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ সময় অনেক রোগী মারা যায়, অনেকের অবস্থার অবনতি হয়। নেত্রকোণা বাসীর কাছে আমাদের আবেদন, আপনারা যে যেখানে আছেন, সেখান থেকে মেডিকেল কলেজকে রক্ষার চেষ্টা করুন।
তারা আরও বলেন, কর্তৃপক্ষের কাছে আমরা বলতে চাই, আপনারা স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করার জন্য মেডিকেল সেক্টরকে ডিসেন্ট্রালাইজ করতে চাচ্ছেন। যাতে করে বিভাগীয় শহরগুলোতে যেন রোগীর ভিড় কম হয়। অন্যদিকে আপনারা বলছেন মেডিকেল কলেজ বন্ধ করে দেবেন। যদি মেডিকেল কলেজ বন্ধ করে দেন তাহলে রোগীদেরকে অবশ্যই বিভাগীয় শহরে চিকিৎসাসেবা নিতে হবে। আমরা কর্তৃপক্ষের কাছে এর উপযুক্ত জবাব চাই।
চয়ন দেবনাথ মুন্না/আরএআর