পারিবারিক বিরোধের জেরে ভাতিজার হামলায় চাচার মৃত্যু

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের ধোপাঘাটপুর গ্রামে পারিবারিক বিরোধের জেরে ভাতিজার হামলায় আব্দুল গণি (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
বিজ্ঞাপন
বুধবার (১৯ মার্চ) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের কারণে দীর্ঘদিন ধরে নিহত আব্দুল গণির সঙ্গে তার সৎ ভাই ও ভাতিজাদের বিরোধ চলছিল। বুধবার বিকেলে কথা-কাটাকাটির একপর্যায়ে সৎ ভাতিজা সুহেল ও তার পরিবারের সদস্যরা আব্দুল গণির ওপর হামলা চালালে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই মৃত্যু হয়।
বিজ্ঞাপন
এ বিষয়ে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সজীব রহমান ঢাকা পোস্টকে বলেন, সৎ ভাতিজার হামলার শিকার হয়ে আব্দুল গণি নামের একজন মারা গেছেন। তবে এখনো কেউ থানায় অভিযোগ দয়ের করেননি। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
তামিম রায়হান/জেডএস