ছোট হরিণা বাজারে ২০ দোকান পুড়ে ছাই
রাঙামাটি-ভারত সীমান্তবর্তী বরকল ছোট হরিণা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ২০টি দোকান পুড়ে আনুমানিক ৩-৪ কোটি টাকার ক্ষতি হয়েছে। সোমবার (৩১ মে) ভোরে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গ্যাস সিলিন্ডার থাকায় আগুন বেশি গতি পেয়েছে। পাশাপাশি ফায়ার সার্ভিস ব্যবস্থাপনা না থাকায় আগুন সহজে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। স্থানীয় লোকজনের পাশাপাশি ছোট হরিণা বিজিবি সদস্যরা এসে ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ছোট হরিণা বাজার সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মনির জানান, বাজারে উঠার সিঁড়ির দুই পাশের প্রায় ২২টি দোকান পুড়ে গেছে। এলাকাবাসীর ৩ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আসে। আনুমানিক ৩-৪ কোটি টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে।
রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন জানান, ছোট হরিণা বাজারে আগুনে ২০-২৫টি দোকান পুড়ে যাওয়ার খবর পেয়েছি। এই বিষয়ে বরকল ইউএনওকে ঘটনাস্থল পরিদর্শন করে সরকারিভাবে যতটুকু সহায়তা করা সম্ভব সে বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য নিদের্শনা দিয়েছি।
মিশু মল্লিক/এসপি