কিশোরগঞ্জে শেয়ালের কামড়ে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জে শেয়ালের কামড়ে আরাফ নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে ইফতার করে আরাফ। ইফতার শেষে পরিবারের সদস্য অন্য কাজে ব্যস্ত হলে এক ফাঁকে ঘর থেকে উঠানে চলে আসে। এ সময় উঠান থেকে একটি শিয়াল আরাফকে গলায় কামড় দিয়ে নিয়ে যায়। ঘণ্টাখানেক পর বাড়ির পাশে জঙ্গল থেকে আরাফের মরদেহ উদ্ধার করে।
নিহত আরাফ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের তের হাসিয়া গ্রামের মো. লিংকনের ছেলে।
আরও পড়ুন
আরাফের দাদা লালু মিয়া বলেন, আমার নাতি আরাফ ইফতার শেষে ঘর থেকে বের হয়ে বাড়ির উঠানে খেলাধুলা করছিল। হঠাৎ করে তাকে আর পাওয়া যাচ্ছে না। বাড়ির আশপাশে সকল জায়গায় খোঁজাখুঁজির পর এলাকার মসজিদে মাইকিং করা হয়। এ সময় একজন লোক খাইরুল ইসলামের জঙ্গলে বাচ্চাসহ একটি শিয়ালকে দেখতে পেয়ে সামনে যেতেই শিয়াল চলে যায়। পরে তার ডাক চিৎকারে আমরা সবাই গিয়ে দেখি আরাফের গলায় কামড়ের দাগ। বুকের মধ্যে পায়ের নখের দাগ। তাড়াতাড়ি করে গ্রামের একটি ফার্মেসিতে নিয়ে গেলে আরাফকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত আরাফের বাবা লিংকন বলেন, আমি রমজান আসলেই বাসায় ইফতার করি। সন্ধ্যায় আমি স্ত্রী সন্তানকে নিয়ে বাসায় ইফতার শেষে আমার ব্যবসা প্রতিষ্ঠানে চলে যাই। কিছুক্ষণ পর বাড়ির লোকজন আরাফকে খুঁজতে আমার দোকানে যায়। দোকান থেকে এসে আমার ছেলের মরদেহ দেখতে পাই। আমার এমন দিন দেখতে হবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। সবাই আমার মাসুম বাচ্চার জন্য দোয়া করবেন।
মোহাম্মদ এনামুল হক হৃদয়/এআইএস