ময়মনসিংহে বিএনপির ইফতার মাহফিলে সংঘর্ষে আহত ১০

ময়মনসিংহের নান্দাইলে বিএনপির দুই গ্রুপের ইফতার মাহফিলকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে কমপক্ষে ১০ জন। এ ঘটনায় স্থানীয় শহীদ স্মৃতি কলেজ মাঠ ও আশপাশ এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১৯ মার্চ) বিকেলে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারমিনা সাত্তার এই আদেশ জারি করেন।
ইউএনও সারমিনা সাত্তার জানান, স্থানীয় বিএনপির দুটি পক্ষ শহীদ স্মৃতি কলেজ মাঠে একই দিনে একই মাঠে ইফতার মাহফিলের আয়োজন করে। এ নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতির আশঙ্কায় শহীদ স্মৃতি কলেজ মাঠ ও আশপাশের এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিকেল ৫টার দিকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এখন আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, আশা করছি রাত ১০টার দিকে ১৪৪ প্রত্যাহার করা যাবে।
স্থানীয় সূত্রে জানা যায়, কিছু দিন আগে উপজেলা বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির তিনটি পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরপর থেকেই বিচ্ছিন্নভাবে বিএনপির নেতাকর্মীদের মধ্যে গন্ডগোল চলে আসছে। এরই ধারাবাহিকতায় আজ বুধবার পৌর এলাকার শহীদ স্মৃতি কলেজ মাঠে ইফতার মাহফিলের আয়োজন করে নবগঠিত উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী। কিন্তু রাজনৈতিক বিরোধিতার কারণে একই সময়ে একই মাঠে ইফতার মাহফিলের ডাক দেন বিএনপির অপর অংশের নেতা ও পৌর বিএনপির আহ্বায়ক আজিজুল হাই পিকুল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার বলেন, বিএনপির দুই পক্ষের ইফতার মাহফিলকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৪৪ ধারা জারির পর বর্তমানে পরিস্থিতি শান্তি রয়েছে।
আমান উল্লাহ আকন্দ/আরএআর