খাগড়াছড়িতে গোলাগুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নে পাহাড়ের দুই আঞ্চলিক সশস্ত্র সংগঠন জেএসএস (সন্তু লারমা) এবং ইউপিডিএফের (প্রসিত গ্রুপ) মধ্যে গোলাগুলিতে সুবি ত্রিপুরা (৩৫) নামে একজন নিহত হয়েছেন। বুধবার (১৯ মার্চ) সকাল ৭টার দিকে তাইন্দং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হেডম্যান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত সুবি ত্রিপুরা হেডম্যান পাড়া এলাকার বাসনা ত্রিপুরার ছেলে। গুলিতে সুবি ত্রিপুরার ছোট বোন তারাপতি ত্রিপুরা (২০) আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
নিহত সুবি ত্রিপুরা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ প্রসিত গ্রুপের সদস্য বলে জানিয়েছেন দলটির খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ মারমা। তিনি জানান, জেএসএস সন্তু লারমা গ্রুপের একদল সশস্ত্র সন্ত্রাসী হেডম্যান পাড়ায় সাংগঠনিক কাজে অবস্থানরত ইউপিডিএফ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলেই ইউপিডিএফ সদস্য সুবি ত্রিপুরা নিহত হন। এ ছাড়া সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে সুবি ত্রিপুরার ছোট বোন তারাপতি ত্রিপুরা মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন।
বিজ্ঞাপন
এ ঘটনায় জেএসএস সন্তু লারমা গ্রুপের কারো বক্তব্য পাওয়া যায়নি।
মাটিরাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক আবু হেনা মোহাম্মদ মোস্তফা রেজা ঢাকা পোস্টকে বলেন, উপজেলার দুর্গম তাইন্দং ইউনিয়নে দুই আঞ্চলিক সংগঠনের গোলাগুলিতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিজিবির সহযোগিতায় পুলিশ ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করছে।
মোহাম্মদ শাহজাহান/এমজেইউ