সেই মন্টু চন্দ্র দাসের বাড়িতে পুলিশ মোতায়েন

বরগুনায় মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পর বাবার মরদেহ উদ্ধারের আলোচিত ঘটনায় ভুক্তভোগীর বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। ওই পরিবারের সার্বিক নিরাপত্তা দিতে দিনরাত ২৪ ঘণ্টা পুলিশ মোতায়েন থাকবে।
মঙ্গলবার (১৮ মার্চ) উচ্চ আদালতের নির্দেশে বিকেল থেকে ভুক্তভোগীর বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেওয়ান জগলুল হাসান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন
পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ভুক্তভোগীর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ আদেশ বাস্তবায়ন করতেই ওই পরিবারটির নিরাপত্তায় একজন এএসআইয়ের নেতৃত্বে চারজন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত তিন শিফটে ২৪ ঘণ্টা ওই বাড়িতে নিরাপত্তার দায়িত্ব পালন করবে পুলিশ।
এর আগে গত মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাত ১টার দিকে বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের করইতলা নামক এলাকার নিজ বাড়ির পেছন থেকে মন্টু চন্দ্র দাসের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার ৬ দিন আগে ৫ (মার্চ) সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে স্থানীয় সৃজীব চন্দ্র রায়ের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন তিনি।পরে ওইদিনই মামলার অভিযুক্ত আসামি সৃজীবকে গ্রেপ্তার করে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
মন্টুর মরদেহ উদ্ধারের ঘটনায় গত বুধবার (১২ মার্চ) বিকেলে বরগুনা সদর থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে বরগুনা সদর থানায় একটি মামলা দায়ের করেন। ওই দিনই পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করে তিনজনকে দায়েরকৃত অপহরণ ও ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এবং বাকি একজনের কোনো সম্পৃক্ততা না পাওয়ায় মুচলেকা রেখে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান ঢাকা পোস্টকে বলেন, হাইকোর্টের নির্দেশে পুলিশ সুপারের নির্দেশনায় মন্টু দাসের বাড়িতে নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। ওই বাড়িতে নিরাপত্তার জন্য সার্বক্ষণিক চারজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এবং যারা ওখানে দায়িত্বে থাকবে তাদের আমরা নিয়মিত তদারকি করব।
মোঃ আব্দুল আলীম/এআইএস