‘ভুয়া পুলিশ’ আখ্যা দিয়ে আসল পুলিশ অবরুদ্ধ, মোটরসাইকেল ভাঙচুর

সাভারে ‘ভুয়া পুলিশ’ আখ্যা দিয়ে আসল পুলিশকে ঘরে অবরুদ্ধ করে রেখে মোটরসাইকেল ভাঙচুর করেছে স্থানীয়রা। এ সময় সাভার মডেল থানার অতিরিক্ত পুলিশ গিয়ে অবরুদ্ধদের উদ্ধার করে। এঘটনায় নাসির উদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (১৮ মার্চ) রাতে অবরুদ্ধ থাকা সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে দুপুরে সাভারের তেঁতুল ঝড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকার শোভাপুরে এ ঘটনা ঘটে।
আটক হওয়া নাসির উদ্দিনের ছেলে নাহিদ হোসেন ঢাকা পোস্টকে বলেন, ‘আমাদের সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় শোভাপুর মহল্লায় ১৩টি কক্ষ ভাড়া দেওয়া হয়েছে। সেখানে কয়েক দিন পর পর পুলিশ পরিচয়ে এসে ভাড়াটিয়াদের কাছে টাকা দাবি করে। একদিন পুলিশ পরিচয়ে দুইজন ভাড়াটিয়াকে আটক করে ৪৫ হাজার টাকা নেন। পরে তারা আমাদের এসে জানায় এবং বাড়ি ছেড়ে দিয়ে চলে যেতে চায়। তখন আমরা বলি এরপরে কেউ আসলে আমাদের জানাতে। এরপরে আজকে আবার পুলিশ পরিচয়ে আসলে আমাদের জানায় এবং আমরা ট্যানারি ফাঁড়িকে খবর দেই।’
আরও পড়ুন
অবরুদ্ধ থাকা সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান ঢাকা পোস্টকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলার আসামি সাভারে অবস্থান করছে বলে জানতে পারি। সেখানে গেলে দেখি ওই মামলার আসামি কেউ নেই। এরপরে আমরা ফিরে আসার সময় স্থানীয়রা আমাদের একটি কক্ষে অবরুদ্ধ করে রাখে। পরে ট্যানারি ফাঁড়ি ও সাভার থানা পুলিশকে জানালে দুই গাড়ি পুলিশ এসে আমাদের উদ্ধার করে। পরে আমরা কক্ষ থেকে বের হয়ে দেখি মোটরসাইকেলের কিছু অংশ ভাঙচুর করেছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা ঢাকা পোস্টকে বলেন, এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
লোটন আচার্য্য/এআইএস