এখন বাংলাদেশের সবচেয়ে জরুরি হচ্ছে ঐক্য : ডা. তাহের

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমরা বলেছি স্থানীয় সরকার নির্বাচন আগে জাতীয় নির্বাচন পরে। স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে বলেছি এই কারণে যে ইউনিয়ন এবং উপজেলায় মানুষের দুর্ভোগের কোনো শেষ নেই। জন্মসনদ পায় না, মৃত্যুসনদ পায় না, চাকরি নিতে যাবে দেশ-বিদেশে সার্টিফিকেট পায় না। এই সমস্যাটাকে নন পলিটিক্যালি নিতে হবে। কোনো দলের মাধ্যমে লোকাল ইলেকশনগুলো আমরা চাচ্ছি না। নন পলিটিক্যাল নির্বাচন তারপর জাতীয় সংসদ নির্বাচন। তারপরও আমরা মনে করি সকল রাজনৈতিক দলের একসঙ্গে আলোচনায় বসা উচিত। তারপর আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্তে আমরা পৌঁছাতে পারব।
মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় কুমিল্লা নগরীর ফান টাউনে মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত সাংবাদিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাঙালি জাতি পৃথিবীর মধ্যে অনন্য জাতি। বাংলাদেশের জনগণের ভেতরে অসাধারণ শক্তি এবং যোগ্যতা আছে। আমরা ১৯৪৭ ও ৫২ সালে রক্ত দিয়েছি। ১৯৭১ সালে অকাতরে জীবন বিলিয়ে স্বাধীনতা অর্জন করেছি। ২০২৪ সালে ফ্যাসিস্ট সরকারকে শুধু তাড়ানোই নয়, পালিয়ে যেতে বাধ্য করেছি। কিন্তু ৫ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দ্বিতীয় যে স্বাধীনতা এসেছে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
ডা. তাহের বলেন, বাঙালি জাতির দুর্ভাগ্য যে বারবার স্বাধীনতা অর্জন করেও ধরে রাখতে পারে না। এর কারণ আমাদের খুঁজতে হবে। কেন আমরা আমাদের অর্জন ধরে রাখতে পারি না। এর কারণ হচ্ছে একজন সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক নেতৃত্ব। দুর্ভাগ্যজনকভাবে ৪৭ থেকে শুরু করে ৭১, ৯১ কখনোই আমরা সেই নেতা পাইনি।
জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে তিনি বলেন, এখন বাংলাদেশের সবচেয়ে জরুরি হচ্ছে ঐক্য। দলীয় স্বার্থ নয়, ক্ষমতার প্রতিযোগিতা নয়। আমি সকল স্টেকহোল্ডারদের ইনক্লুডিং জামায়াতে ইসলামী, বিএনপিকে আহ্বান জানাই আসুন আমরা দেশকে গড়ার জন্য একটি জাতীয় ঐক্য তৈরি করি। জাতীয় ঐক্যের আলোচনা আমরা সবাই করতে পারি। কারণ দেশ সবার আগে, মানুষ সবার আগে। দল মানুষের জন্য। রাজনীতি কোনো ব্যবসা নয়। রাজনীতি একটি সেবা। রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণের জন্য। আমরা যখন গুণগত এই পরিবর্তনটি সকল দলের ভেতর আনতে পারব তখনই বাংলাদেশ অন্য যেকোনো দেশের চেয়ে উন্নতির শিখরে পৌঁছাবে।
তিনি আরও বলেন, সকল সংস্কার শেষে নির্বাচন সম্ভব নয়। কিন্তু কিছু বিষয় আছে যা ভবিষ্যৎ রাজনীতির জন্য, নির্বাচনের জন্য অত্যন্ত জরুরি। আমাদের কথাগুলো খুব স্পষ্ট, অত্যন্ত জরুরি সংস্কার সেরে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দেওয়ার জন্য আমাদের দাবি। প্রধান উপদেষ্টা কথা দিয়েছেন ডিসেম্বরে তিনি নির্বাচন করবেন।
কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে এ সময় মহানগর জামায়াতের নায়েবে আমির মো. মোসলেহ উদ্দিন, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আরিফ আজগর/এমজেইউ