বিএনপি দেশের সবাইকে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়তে চায় : পুতুল

বিএনপির চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির স্পেশাল এসিস্ট্যান্ট ও বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল বলেছেন, সম্প্রতি দেশে ধর্ষণ বেড়ে গেছে। মাগুরা মেয়েটি শুধু একা না, সারাদেশে এমন বহু মেয়ে আছে। যা মিডিয়া কাভারেজ না পাওয়ায় আমরা কেউ জানতে পারছি না। যতদিন পর্যন্ত এসব ধর্ষকদের শাস্তি না হয়, ততদিন পর্যন্ত বাংলাদেশের জনগণ আপনাদের কাছে (অন্তর্বর্তী সরকার) আহ্বান জানাতে চায়, বিচারহীনতার যে সংস্কৃতি দেশে বিরাজ করছে সেখান থেকে উত্তরণের জন্য দ্রুত পদক্ষেপ নিন।
বিজ্ঞাপন
শনিবার (১৫ মার্চ) বিকেলে নাটোরের বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বাগাতিপাড়া উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুতুল এসব কথা বলেন।
অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল, গত ১৫ বছর স্বৈরশাসক বাংলাদেশের মানুষকে শোষণ করেছে। দেশের মানুষ ফুঁসে ওঠে একটি অভ্যুত্থান করেছেন। ছাত্ররা সেই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে সামনের সারি থেকে। যেই বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করা হয়েছে, সেই বাংলাদেশকে নতুনভাবে সাজাতে হবে। এটা কারও একার পক্ষে সম্ভব না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ। বিএনপি দেশের সবাইকে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়তে চায়।
বিজ্ঞাপন
পুতুল বলেন, নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই দেশ নায়ক তারেক রহমানকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি। আজকের বাংলাদেশ যদি নিরাপদ হয়, আগামীর বাংলাদেশ নিরাপদ হবে, আমাদের সন্তানদের ভবিষ্যত নিরাপদ হবে। আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিরাপদ গড়ার জন্য সচেতন থাকতে হবে। এজন্য সুষ্ঠু ভোটের সংস্কৃতি ফিরিয়ে আনতে হবে, সেই নির্বাচন সকলের জন্য অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক যাতে হয় সেটা নিশ্চিত করতে হব।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেনের সভাপতিত্বে অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন বাগাতিপাড়া পৌর বিএনপির সাবেক সদস্য সচিব হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেন ও তোফাজ্জল হোসেন মিঠু।
বিজ্ঞাপন
গোলাম রাব্বানী/এমএএস