গ্রীন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচি হাতে নিলেন ডিসি

সুন্দরতম জেলা করতে 'গ্রীন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ' কর্মসূচি হাতে নিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া। মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে সভাপতির বক্তব্যে তিনি এই কর্মসূচির ঘোষণা দেন।
আইনশৃঙ্খলা মিটিং শেষ করে মঙ্গলবার থেকেই অভিযানের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তাদের। তার নির্দেশ পেয়েই শহরের চাষারা মোড় থেকে সাইনবোর্ড পর্যন্ত আট কিলোমিটার এলাকার রাস্তার দুই পাশ থেকে সমস্ত সাইনবোর্ড, বিলবোর্ড এবং ফেস্টুন অপসারিত করা হয়েছে। চলছে রাস্তার পাশে সমস্ত ময়লা আবর্জনা অপসারনের।
জেলার সব সরকারি সংস্থাকে সাথে নিয়ে জেলায় এই গ্রীন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ প্রোগ্রাম অব্যাহতভাবে চলবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, রাস্তার দুই পাশে কোনো ধরনের ব্যানার ফেস্টুন লাগিয়ে রাখা যাবে না,সেটা রাজনৈতিক দলের হোক, কিংবা প্রতিষ্ঠানের হোক। আমরা ইতোমধ্যেই শহরের মধ্যে এক লাখ গাছ লাগানোর পরিকল্পনা হাতে নিয়েছি। আজ থেকে আমার নির্দেশে মোবাইল কোর্টের মাধ্যমে ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে জেলা প্রশাসনের কর্মচারী ও সিটি কর্পোরেশনের কর্মচারীর সমন্বয়ে ব্যানার ও ফেস্টুন অপসারণ কাজ শুরু হয়েছে। প্রায় ৫ ট্রাক ফেস্টুন অপসারণ করা হয়েছে এরই মধ্যে।
তিনি বলেন, নারায়ণগঞ্জ শহর একটি শিল্পাঞ্চল শহর ও খুব ঘনবসতি শহর। জনসংখ্যা অনেক বেশি। ভবিষ্যতে আরো অনেক জনসংখ্যা বৃদ্ধি পাবে। তাই ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদেরকে এখনই পদক্ষেপ নিতে হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। হাতে আমাদের সময় খুব অল্প। এই অল্প সময়ের মধ্যেই সব কিছু করে যেতে হবে আমাদের বর্তমান প্রজন্মের জন্য।
বিজ্ঞাপন
এমএএস
বিজ্ঞাপন