ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধকে চুন-কালি লাগিয়ে ঘোরালো এলাকাবাসী

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বাইরুল ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে আটকের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এছাড়া মুখে চুন-কালি মাখিয়ে তাকে এলাকার বিভিন্ন জায়গায় ঘোরানো হয়।
বিজ্ঞাপন
শনিবার (০৮ মার্চ) গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী এলাকার একটি গম ক্ষেতে এ যৌন হয়রানির ঘটনা ঘটে। আটককৃত বাইরুল ইসলাম সন্তোষপুর মসজিদপাড়ার মৃত কয়েস উদ্দিনের ছেলে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত বাইরুল চাষাবাদ করেন। তিনি একটি জমিতে ওই শিশুকে যৌন হয়রানি করেন বলে অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরে তাকে গণধোলাই দেন এলাকাবাসী। এরপর গলায় জুতার মালা পরিয়ে ও চুনকালি মাখিয়ে এলাকার বিভিন্ন জায়গায় ঘোরানো হয়। পরবর্তীতে তাকে পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসী।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটিকে যৌন হয়রানির বিষয়টি স্বীকার করেছেন বাইরুল। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
মো: আশিক আলী/এমটিআই