পিরোজপুরে প্রতিপক্ষের হামলায় নাগরিক কমিটির প্রতিনিধি আহত

পিরোজপুরে প্রতিপক্ষের হামলায় জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মুসাবির মাহমুদ সানি (২৯) এবং তার ভাই সানজিদ (১৯) আহত হয়েছেন। গত রাত ১১টার দিকে পিরোজপুর পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত মুসাবির মাহমুদ সানি অভিযোগ করে বলেন, তারাবির নামাজ শেষে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে যাওয়ার পর ৫ থেকে ৭ জন লোহার পাইপ ও ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এসময় তাকে রক্ষা করতে গেলে তার ভাই বৈষম্যবিরাধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সানজিদকেও মারধর করে হামলাকারীরা। হামলায় সানির পিঠ ও হাত এবং তার ভাই গলা ও পায়ে আঘাতপ্রাপ্ত হন।
মুসাবির মাহমুদ সানি জানায়, তিনি জাতীয় নাগরিক কমিটির পিরোজপুর জেলা শাখার সংগঠক হিসেব দায়িত্ব পালন করছে।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাজীব পাইক বলেন, আহত দুইজনের মধ্যে মুসাবির মাহমুদ সানির শরীরে আঘাতের পরিমাণ কিছুটা বেশি। তার শরীরের কোথাও হাড় ভাঙা আছে কি না তা এক্সরে রিপোর্ট পাওয়ার পরে জানা যাবে।
আরও পড়ুন
এ বিষয়ে পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান বলেন, বৈষম্যবিরাধী ছাত্র আন্দোলনের দুইটি পক্ষের মধ্যে পূর্ব দ্বন্দ্বের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শাফিউল মিল্লাত/এনএফ