জয়পুরহাটে খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৪টায় উপজেলার মামুদপুর ইউনিয়নের রসুলপুর-সাঞ্জাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই দুই শিশুর নাম ফারহান ও শাফায়েত। দুইজনের বয়স সাড়ে ৩ বছর। তাদের মধ্যে ফারহান রসুলপুর-সাঞ্জাপাড়া গ্রামের সোহাগ হোসেনের ছেলে, আর শাফায়েত সারোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, খেলার সময় পরিবারের সদস্যদের অগোচরে ফারহান ও শাফায়েত পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন। খোঁজাখুঁজি করে দুজনকে বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করেন।
ক্ষেতলাল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) নৃপেন্দ্রনাথ সিংহ ঢাকা পোস্টকে বলেন, খেলার সময় ওই দুই শিশু পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। তাদের উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার চিকিৎসক তাদের জয়পুরহাট জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। পরে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুই শিশুর মরদেহ তাদের পরিবার বাড়িতে নিয়ে গেছে।
চম্পক কুমার/এমজেইউ