কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাটস শিক্ষার্থীদের

মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীদের দাবি পূরণের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন না হওয়ায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে ম্যাটস শিক্ষার্থীরা।
বিজ্ঞাপন
গতকাল জয়পুরহাট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন ম্যাটস শিক্ষার্থীরা।
বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এ্যাসোসিয়েশন, বেকার ডিপ্লোমা চিকিৎসক ও ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ যৌথভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
সংবাদ সম্মেলনে চার দফা দাবি বাস্তবায়নসহ কিছু গ্র্যাজুয়েট চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থী কর্তৃক ম্যাটস কোর্স কারিকুলাম ও চার দফা নিয়ে মিথ্যাচার ও কটূক্তি করাসহ বিচারাধীন বিষয় নিয়ে আদালত অবমাননার প্রতিবাদ জানান আয়োজকরা।
বিজ্ঞাপন
এতে লিখিত বক্তব্য পড়েন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন জেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা আব্দুল হালিম মন্ডল, সভাপতি আব্দুল হাকিম ও সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান।
মাহমুদুল হাসান বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জুলাই বিপ্লব সংগঠিত হলেও ম্যাটস শিক্ষার্থীর দীর্ঘদিনের বৈষম্যের অবসান হয়নি। এই বৈষম্য দূর করে করতে আমরা দীর্ঘ সময় ধরে আন্দোলন সংগ্রাম করে আসছি। এ বছরের ২২ জানুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয় ৭ কার্যদিবস এবং ৯ ফেব্রুয়ারি ৩ কার্যদিবসের মধ্যে আমাদের দাবি আদায়ের লিখিতভাবে প্রতিশ্রুতি দিলেও কিছুই বাস্তবায়ন হয়নি।
তিনি বলেন, মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদপ্তরগুলো এ ব্যাপারে আন্তরিকতার সঙ্গে কোনো ব্যবস্থা না নেওয়ায় আমরা কঠোর কর্মসূচির সিদ্ধান্ত নিতে বাধ্য হবো।
এর ফলে কোনো অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হলে এর দায়ভার স্বাস্থ্য এ পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদসহ সংশ্লিষ্টদের নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
চম্পক কুমার/এমএসএ