ভোলায় অবৈধ ৫টি ইট ভাটায় ৩০ লাখ টাকা জরিমানা

ভোলার চরফ্যাশনে লাইসেন্স বিহীন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন ৫টি ইট ভাটাকে ৩০ লাখ টাকা জরিমানা, লক্ষাধিক কাঁচা ইট পানি ধ্বংস ও একটি ইট ভাটাকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
যৌথবাহিনীর সহযোগিতায় বুধবার (৫ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ অভিযান চালানো হয়।
ইট ভাটাগুলো হলো- আসলামপুর ইউনিয়নের এ আলী ব্রিক ফিল্ড, আয়েশাবাদ এলাকার সততা ব্রিক ফিল্ড, হাজারিগঞ্জ ইউনিয়নের সরমান ব্রিক ফিল্ড, চর মাদ্রাজ গ্রামের মধুমতি ব্রিক ফিল্ড, আনিসা ব্রিক ফিল্ড ও ক্রাইন ব্রিক।
ভোলা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তোতা মিয়া বলেন, কোস্টগার্ড, পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় চরফ্যাশন উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা ইট ভাটায় অভিযান চালাই। অভিযান চলাকালে লাইসেন্সবিহীন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন মোট ৫টি ইট ভাটাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ লাখ টাকা করে মোট ৩০ লাখ জরিমানা করা হয়েছে এবং ক্রাইন নামে ইট ভাটাকে ভেঙে গুঁড়িয়ে দেওয়াসহ মোট লক্ষাধিক কাঁচা ইট পানি দিয়ে ধ্বংস করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন।
খাইরুল ইসলাম/আরকে