বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্টে নারায়ণগঞ্জ বন্দর উপজেলার সদ্য সাবেক চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মাকসুদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (৪ মার্চ) দিবাগত রাতে নারায়ণগঞ্জের বন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
বুধবার (৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) আসিফ ইমাম জানান, তার বিরুদ্ধে যাত্রাবাড়ী, সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একাধিক মামলা রয়েছে। যেকোনো একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
মো. মীমরাজ হোসেন/এমজেইউ