সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ, স্বেচ্ছাসেবক দল নেতা আটক

ফরিদপুরের নগরকান্দায় সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করছিলেন চরযশোরদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আবুল কাশেম এবং তার ভাই আবু বক্কর।
বিজ্ঞাপন
এ ঘটনায় সোমবার (৩ মার্চ) বিকেলে ওই স্বেচ্ছাসেবক দল নেতাকে আটক করে উপজেলা সদরে নিয়ে আসেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ। পরে সন্ধ্যায় দুই দিনের মধ্যে দখলকৃত জায়গা তিনি পরিষ্কার করে দেবেন- এ শর্তে তাকে ছেড়ে দেওয়া হয়।
সরকারি জায়গা দখল করে অবৈধভাবে এ স্থাপনা নির্মাণের ঘটনা ঘটেছে নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের জয়বাংলা মোড় এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে জয়বাংলার মোড় এলাকায়।
বিজ্ঞাপন
এলাকাবাসী সূত্রে জানা গেছে, জয়বাংলা মোড়ে জেলা পরিষদ নির্মিত একটি যাত্রীছাউনি ছিল। গত ৫ আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের সুযোগে ওই যাত্রী ছাউনিটি ভেঙে ফেলে স্থানীয় লোকজন। পরে যাত্রীছাউনিটির মধ্যে আরসিসি পিলার, কাঠ ও টিন দিয়ে ঘির নির্মাণের কাজ শুরু করেন ওই স্বেচ্ছাসেবকদল নেতা। গত ১৫ দিন আগে এ কাজ শুরু করেন তিনি। এ অবৈধ স্থাপনা নির্মাণের খবর জানার পর ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবিরকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
পরে নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ সোমবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে সরকারি জায়গা দখল করার অভিযোগে চরযশোরদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আবুল কাশেমকে আটক করে উপজেলা সদরে নিয়ে আসেন।
বিজ্ঞাপন
নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ ঢাকা পোস্টকে বলেন, সরকারি জায়গায় ঘর নির্মাণ করার অভিযোগে চরযশোরদী ইউনিয়নের মো. আবুল কাশেমকে আটক করা হয়। নিজ দায়িত্বে আগামী দুই দিনের মধ্যে তিনি অবৈধ স্থাপনা ভেঙে দেবেন- এ মর্মে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
তিনি আরও বলেন, দুই দিনের মধ্যে শর্ত অনুযায়ী কাজ না করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জহির হোসেন/এমএন