পঞ্চগড়ে গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটা

পঞ্চগড়ে দুই ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক্সকেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৪ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেসার্স কেএসবি ব্রিকস ও মেসার্স এমএসবি ব্রিকস নামের দুটি ইটভাটাকে গুঁড়িয়ে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে দেবীগঞ্জের মেসার্স কেএসবি ব্রিকস ও মেসার্স এমএসবি ব্রিকস নামের দুটি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৪ (চার) ধারা লঙ্ঘন করে জেলা প্রশাসকের লাইসেন্স গ্রহণ ব্যতীত ইট প্রস্তুত করার অপরাধে ইটভাটার আগুন নিভিয়ে দেওয়াসহ এক্সকেভেটর দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এমনকি ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইউসুফ আলী।
বিজ্ঞাপন
এ সময় দেবীগঞ্জ থানার পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পল্লী বিদুৎ ও গ্রাম পুলিশের একদল চৌকস সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তরের পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইউসুফ আলী ঢাকা পোস্টকে বলেন, আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত দুটি ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, নিয়মিত অভিযানের ভিত্তিতে গত ১২ ফেব্রুয়ারিতে আটোয়ারীর লক্ষ্মীদ্বার এলাকায় মেসার্স কেএমআর ব্রিকস ও মেসার্স এসএবি ব্রিকস নামের দুটি ইটভাটায় অভিযান চালানো হয়। সে অভিযানে জেলা প্রশাসনের অনুমোদন ব্যতীত ভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৫(২) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১) (খ) ধারায় মেসার্স কেএমআর ব্রিকস ও মেসার্স এসএবি ব্রিকসকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
এসকে দোয়েল/আরকে