ভোলায় ৪ ইটভাটাকে ২০ লাখ টাকা জরিমানা, লক্ষাধিক কাঁচা ইট ধ্বংস

ভোলায় কয়লার পরিবর্তে ইটভাটায় কাঠ পোড়ানোর দায়ে ৪টি ইটভাটাকে ৫ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানাসহ ও লক্ষাধিক কাঁচা ইট পানি দিয়ে ধ্বংস করেছে পরিবেশ অধিদপ্তর।
যৌথবাহিনীর সহযোগিতায় মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত ভোলা সদর উপজেলাধীন পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে এ অভিযান চালানো হয়।
ইট ভাটাগুলো হলো- ফাইভ স্টার ব্রিক ফিল্ড, রুপালি ব্রিক ফিল্ড, বাঘা ব্রিক ফিল্ড ও পান্না ব্রিক ফিল্ড।
পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন জানান, আজ মঙ্গলবার দিনব্যাপী পরিবেশ অধিদপ্তর কোস্টগার্ড, পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে অভিযান চালানো হয়। কয়লার পরিবর্তে কাঠ পোড়ানোর দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪টি ইট ভাটাকে ৫ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, অভিযান চলাকালে ওই ৪টি ইট ভাটার প্রায় লক্ষাধিক কাঁচা ইট পানি দিয়ে ধ্বংস করা হয়েছে।
খাইরুল ইসলাম/আরকে