বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্রকে কারণ দর্শানোর নোটিশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সুনামগঞ্জ জেলা কমিটির মুখপাত্র রুহুল আমিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তিনি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন্দ্রীয় কমিটির বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছেন।
মঙ্গলবার (৪ মার্চ) দেওয়া ওই নোটিশে উল্লেখ করা হয়, শালা উপজেলা সমন্বয়কের নাম ব্যবহার করে একটি পোস্ট ছড়ানো হয়েছে, যা সংগঠনের নিয়মবহির্ভূত এবং গঠনতান্ত্রিক শৃঙ্খলা ভঙ্গের শামিল। এ কারণে রুহুল আমিনকে সংগঠনের নীতিমালা অনুযায়ী লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন
সংগঠনের যুগ্ম আহ্বায়ক জিহান জোবায়ের স্বাক্ষরিত নোটিশে আরও বলা হয়, সংগঠনের নীতিমালা বহির্ভূত কোনো কর্মকাণ্ডের দায় সংগঠন নেবে না এবং কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ প্রসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ইমন দোজ্জা আহমদ ঢাকা পোস্টকে বলেন, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী কোনো সদস্য সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে বা বিভ্রান্তিকর তথ্য ছড়ালে তাকে জবাবদিহি করতে হবে। রুহুল আমিন যে তথ্য ছড়িয়েছেন, তা কেন এবং কী উদ্দেশ্যে করেছেন সেটি স্পষ্ট করতে হবে। আমরা চাই তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে উপযুক্ত ব্যাখ্যা দেবেন। অন্যথায় সংগঠন তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
তামিম রায়হান/এসএসএইচ