অনুমান নির্ভর লেখা সাংবাদিকতা নয় : কাদের গণি চৌধুরী

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, সাংবাদিকতার চ্যালেঞ্জ অনেক বড়। সবচেয়ে বড় চ্যালেঞ্জ সত্যকে ধারণ করে মিথ্যার সঙ্গে লড়াই করা। তাই সত্য নিয়ে কাজ করলে ঝুঁকি থাকে বেশি। এদিক বিবেচনায় সাংবাদিকতা সবচেয়ে ঝুঁকিপূর্ণ পেশা। সাংবাদিকতায় ঝুঁকি থাকবেই। ভয়কে জয় করাই সাংবাদিকের কাজ। সজাগ ও সচেতন থাকলে সৎ ও নিষ্ঠাবান সাংবাদিকরা হারিয়ে যাবে না। সাংবাদিকতার ডিকশনারি থেকে সততা ও পেশাদারিত্ব শব্দ দুটি কখনই বিলীন হতে দেওয়া যাবে না। অসৎ আর হলুদ সাংবাদিকতার মর্যাদাকে ম্লান করে দিচ্ছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৪ মার্চ) মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সাংবাদিকের অন্যতম কাজ বস্তুনিষ্ঠতা ও সত্যের আরাধনা। এজন্য সত্য ও বস্তুনিষ্ঠতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখবেন যে প্রতিবেদকের যোগাযোগ যত ভালো তার প্রতিবেদন তত উন্নততর এবং বস্তুনিষ্ঠ হয় এবং দর্শক, পাঠক ও শ্রোতার নিকট ততটা গুরুত্ব বহন করে। অনুমান নির্ভর লেখা সাংবাদিকতা নয়। সাংবাদিক হতে হবে পুরো সত্য, আংশিক নয়।
বিজ্ঞাপন
এমইউজে খুলনার সভাপতি মো. আনিসুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয়ের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন, বিএফইউজে’র সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাবেক সহ-সভাপতি মো. রাশিদুল ইসলাম, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন, এমইউজে’র কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, দৈনিক নয়াদিগন্তের খুলনা ব্যুরো প্রধান মো. এরশাদ আলী, দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টি ফোর’র খুলনা ব্যুরো প্রধান শামসুজ্জামান শাহীন, বাংলা নিউজ টুয়েন্টি ফোর’র ব্যুরো এডিটর মাহবুবুর রহমান মুন্না, দৈনিক যুগান্তরের খুলনা ব্যুরো প্রধান আহমদ মুসা রঞ্জু, একুশে টিভির খুলনা প্রতিনিধি আশরাফুল ইসলাম নুর প্রমুখ।
এর আগে কাদের গনি চৌধুরী দৈনিক কালের কণ্ঠের খুলনা ব্যুরো পরিদর্শন ও স্থানীয় সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর তিনি দৈনিক আমার দেশের খুলনা ব্যুরো পরিদর্শন ও সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে প্রেসক্লাবের ইফতার মাহফিলে যোগ দেন।
মোহাম্মদ মিলন/এমএএস