অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ হস্তশিল্প মেলা শুরু

ঢাকার কেরানীগঞ্জে অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বসিলা ক্যাম্পাসে দুই সপ্তাহব্যাপী ঈদ হস্তশিল্প মেলা শুরু হয়েছে। মঙ্গলবার মেলার উদ্বোধন করেন রানার গ্রুপের চেয়ারম্যান এবং অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনে উপদেষ্টা হাফিজুর রহমান খান। মেলায় ১৫০ জন অটিস্টিক শিশু ও কিশোর অংশগ্রহণ করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানার গ্রুপের ডিরেক্টর রুদাবা তাজিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন এবং প্রধান উপদেষ্টা ডা. রওনাক হাফিজ, চেয়ারপারসন অধ্যাপক ডা. শারমিন ইয়াসমিন, ভাইস চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্থপতি আনিকা তাবাসসুম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক সাবরিনা ইশরাত।
অনুষ্ঠানে বক্তারা, বিশেষ শিক্ষার্থীদের উন্নয়নের জন্য আরও যুগোপযোগী প্রশিক্ষণের পরামর্শ দেন। তারা এই বিশেষ শিশুদের প্রতিভার প্রশংসা করার জন্য সকলকে মেলায় আসার আহবান জানান। শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক এবং প্রতিষ্ঠানের কর্মকর্তারা ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মেলায় অটিস্টিক শিশুদের তৈরি ও রঙ করা চিত্রকর্ম, হস্তনির্মিত শোপিস, জাতিগত পোশাক, ঈদ শুভেচ্ছা কার্ড, গৃহস্থালির জিনিসপত্র, গয়না এবং অন্যান্য সাজসজ্জার সামগ্রীসহ বেশকিছু হস্তশিল্প প্রদর্শন করা হয়।
অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ২০০৪ সাল থেকে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে আক্রান্ত বিশেষ শিশুদের সাথে কাজ করে আসছে। প্রতিষ্ঠানের শিক্ষামূলক কর্মসূচির একটি অংশ হিসেবে বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং প্রাপ্তবয়স্কদের কার্যকলাপ অন্তর্ভুক্ত। ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের এই কর্মসূচির আওতায় আনা হয়। শিক্ষার্থীরা তাদের দক্ষতা দিয়ে আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী হতে শেখে।
মেলা চলবে ১৮ মার্চ মঙ্গলবার (শুক্রবার ও শনিবার ব্যতীত) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে।
এমএএস