মোংলা পৌরসভায় ৮ দিনের বিশেষ বিধিনিষেধ
বাগেরহাটের মোংলা পৌর শহরে আট দিনের বিশেষ বিধিনিষেধ আরোপ করেছে উপজেলা প্রশাসন। মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রোববার (৩০ মে) সকাল থেকে মোংলা পৌরসভা এলাকায় ৭ দফা বিধিনিষেধ কার্যকর হবে।
উপজেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, মাস্ক পরা ছাড়া কাউকে পাওয়া গেলে তাকে আইনানুগ শাস্তির আওতায় আনা হবে, পৌর শহরে প্রবেশ সংকুচিত ও সীমিত থাকবে, জরুরি পরিবহন ছাড়া কোনো যানবাহন ঢুকবে না, সব দোকানপাট বন্ধ থাকবে, কাঁচাবাজার সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে।
এছাড়া হোটেল রেস্টুরেন্টে বসে খাওয়া যাবে না, কেউ পৌর এলাকায় প্রবেশ করতে পারবে না এবং নদী পারাপারের ক্ষেত্রে সর্বোচ্চ ১৬ জনকে নৌকায় পারাপার করা যাবে।
মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীবিতেষ বিশ্বাস বলেন, বন্দর নগরী হওয়ায় বিভিন্ন এলাকা থেকে নানা কাজে এখানে লোকজন আসেন। ফলে সংক্রমণের হার বাড়ছে।
মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটি সভাপতি কমলেশ মজুমদার বলেন, করোনা সংক্রমণ বাড়তে থাকায় আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু মোংলায় একটি সমুদ্র বন্দর আছে, দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে এখানে জাহাজ, কার্গো আসে। এই সব বিবেচনায় নিয়ে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, পৌরসভার সব প্রবেশ মুখে চেকপোস্টে থাকবে। পুলিশের পাশাপাশি মাঠে থাকবে দুটি ভ্রাম্যমাণ আদালত। কেউ বিধিনিষেধ ভঙ্গ করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। নতুন করে যেন সংক্রমণ ছড়াতে না পারে এজন্য সবাইকে বিধিনিষেধ পালনেরও আহ্বান করেন তিনি। গত ৪৮ ঘণ্টায় মোংলায় নতুন করে ৪৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
তানজীম আহমেদ/এমএসআর