ছাত্র-জনতার ওপর হামলা : যুবলীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ

কুমিল্লার দেবিদ্বারে ঠিকাদারি বিল তুলতে যাওয়া আব্দুল ওয়াহেদ সরকার (৪৫) নামের এক যুবলীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা।
রোববার (২ মার্চ) বিকেলে দেবিদ্বার পৌর ভবনের সামনে থেকে তাকে আটক করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে তাকে আটক করে পুলিশে দেওয়া হয়।
আটক আব্দুল ওয়াহেদ সরকার দেবিদ্বার পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি দেবিদ্বার গ্রামের পুরাতন বাজার এলাকার বাসিন্দা।
রোববার রাতে দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, গত বছরের ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলা চালায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতারা। হামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রাজ্জাক রোবেল নিহত হন। ওই হামলায় যুবলীগ নেতা ওয়াহেদ জড়িত ছিলেন। পেশায় ঠিকাদার যুবলীগ নেতা ওয়াহেদ রোববার বিকেলে দেবিদ্বার পৌরসভায় ঠিকাদারি কাজের বিল উত্তোলন করতে যান। এ সময় পৌরসভা বিএনপির নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
দেবিদ্বার থানা পুলিশের ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ ঢাকা পোস্টকে বলেন, বিএনপির নেতা-কর্মীরা যুবলীগ নেতা ওয়াহেদকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। সোমবার সকালে তাকে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হবে।
আরিফ আজগর/এমজেইউ