এতিম শিশুদের নিয়ে ইফতার করলেন সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরায় রমজানের প্রথম দিনের ইফতার এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) মোস্তাক আহমেদ। জেলা প্রশাসনের উদ্যোগে রোববার (২ মার্চ) সন্ধ্যায় শহরের পুরাতন সাতক্ষীরা এলাকায় সরকারি শিশু পরিবার (বালক) প্রাঙ্গণে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় জেলা প্রশাসকের সঙ্গে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, সহকারী কমিশনার মো. পলাশ আহমেদ, সহকারী কমিশনার প্রনয় বিশ্বাসসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
সরকারি শিশু পরিবারের (বালক) শতাধিক শিক্ষার্থী এ আয়োজনে অংশ নেয়। ইফতারের আগে অতিথিরা শিশুদের সওঙ্গে কথা বলেন, তাদের খোঁজ-খবর নেন এবং একসঙ্গে ইফতার করেন। শিশুদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে এ আয়োজনে।
সরকারি শিশু পরিবারের এক শিক্ষার্থী বলেন, আমাদের পরিবারের বেশিরভাগ শিশুই রোজা রেখেছিলাম। জেলা প্রশাসনের এই আয়োজন আমাদের জন্য অনেক আনন্দের ছিল। আমরা সবাই একসঙ্গে বসে ইফতার করেছি, যা আমাদের পরিবারের মতো অনুভূতি দিয়েছে। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন বলেন, রমজানের প্রথম দিনেই সরকারি শিশু পরিবার বালক ও বালিকায় ইফতারের আয়োজন করেছি। সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ইফতার করতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে, যাতে তারা নিজেদের সমাজের মূল ধারায় সম্পৃক্ত অনুভব করতে পারে।
ইব্রাহিম খলিল/এমএএস