এনাম মেডিকেল কলেজের স্টাফদের কর্মবিরতি

সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান মালিকাধীন এনাম মেডিকেল হাসপাতালে স্টাফদের বেতন বৃদ্ধি ও চিকিৎসা এবং অন্যান্য সুযোগ সুবিধার জন্য কর্মবিরতি পালন করেছে। এতে ভোগান্তিতে পড়েন হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা।
রোববার (২ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে সাভার পৌর এলাকার থানা রোড় মহল্লায় এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের কয়েক শতাধিক স্টাফ কর্মবিরতিতে অংশ নেন। বেলা ১১টা পর্যন্ত তারা কমবিরতি পালন করেন।
স্টাফরা জানান, এনাম মেডিকেল কলেজ হাসপাতালে দুই-তিন বছর পর পর ১ হাজার টাকা করে বেতন বৃদ্ধি করে কর্তৃপক্ষ। এছাড়াও ঈদের বোনাসের ক্ষেত্রেও মূল বেতনের অর্ধেক দেওয়া হয় না। একই সাথে স্টাফদের চিকিৎসা ও পরিবারের চিকিৎসা ক্ষেত্রেও সুযোগ সুবিধা নেই বলে ক্ষোভ প্রকাশ করেন।
এসময় স্টাফরা দাবি জানায়, প্রতি বছর হাসপাতালের স্টাফদের মূল বেতনের ২০-৩০ শতাংশ ইনক্রিমেন্ট দিতে হবে। এছাড়াও দুই ঈদের বোনাস মূল বেতনের অর্ধেক ও স্টাফ এবং তাদের পরিবারের ফ্রি চিকিৎসা সেবার দাবি জানান কর্মবিরতি পালনকারী স্টাফরা।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিপুটি ডাইরেক্টর সাইফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, স্টাফরা কর্মবিরতি পালন করছে। তাদের দাবি গুলো সিও সাহেব সমাধানে চেষ্টা করছে বলে জানান তিনি।
লোটন আচার্য্য/এমএএস