সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে চার জেলে আটক

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের আওতাধীন অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে চার জেলেকে আটক করেছে বন বিভাগ।
শনিবার (১ মার্চ) পুষ্পকাটি অভয়ারণ্য এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত জেলেরা হলেন, মুন্সিগঞ্জ গ্রামের সামসুর রহমান গাজীর ছেলে আহমাদ আলী গাজী (৫০), সেন্ট্রাল কালিনগর গ্রামের মোসলেম উদ্দিন বিশ্বাসের ছেলে জাহাঙ্গীর হায়দার (৫৩), মৃত মোন্তেজ আলী গাজীর ছেলে আতহার আলী (৪৫) এবং দক্ষিণ কদমতলা গ্রামের মো. ইসমাইল গাজীর ছেলে আব্দুল করিম (৩৮)।
আরও পড়ুন
বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, সুন্দরবনের স্মার্ট টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চার জেলেকে আটক করে। এ সময় দুটি নৌকা, জাল ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
অভিযোগ উঠেছে, পুষ্পকাটি টহল ফাঁড়ির সদস্য আব্দুস সালাম ২০ হাজার টাকার চুক্তিতে তাদের অভয়ারণ্য এলাকায় মাছ ধরার সুযোগ করে দেন। কিন্তু টাকা নেওয়ার পরও তাদের আটক করায় বিষয়টি প্রকাশ্যে আসে। এছাড়া বেশ কিছু মাছসহ তাদের আটক করা হলেও পরে মাছগুলোর কোনো হদিস মেলেনি।
এ বিষয়ে পুষ্পকাটি টহল ফাঁড়ির সদস্য আব্দুস সালাম টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, এসব বিষয়ে আমি কিছু জানি না।
ইব্রাহিম খলিল/এমএসএ