চালককে মারধর : ১ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ২ চালককে পেটানোর ঘটনায় এক ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (২৯ মে) বিকেল ৪টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন-সংলগ্ন লেভেলক্রসিং অতিক্রম করার সময় মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে করে মোটরসাইকেল আরোহীরা রেললাইনের পাশে ছিটকে পড়েন। এ সময় ট্রেনচালক ট্রেন থামিয়ে দেন।
তারা আরও জানান, পরে মোটরসাইকেল আরোহীরা ট্রেনের চালক আনোয়ার ও সহকারী চালক জসিমকে ট্রেন থেকে নামিয়ে মারধর করেন। এ ঘটনার পর ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাস্টার মো. শোয়েব জানান, ট্রেনের ২ চালককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ মোটরসাইকেলটিকে জব্দ করেছে। এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ থানায় মামলা করবে।
আজিজুল সঞ্চয়/এমএসআর