‘নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন-অগ্রগতি সম্ভব নয়’

‘জনগণের নির্বাচিত সরকার ছাড়া একটি দেশের উন্নয়ন ও অগ্রগতি কখনই সম্ভব নয়। কারণ অন্তর্বর্তী সরকারের সঙ্গে জনগণের সংশ্লিষ্টতা থাকে না। তাই অন্য কোনো ভাবনা না ভেবে সংস্কারের নামে কাল বিলম্ব না করে দ্রুত জাতীয় নির্বাচন দিন।’
বিজ্ঞাপন
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চরনিখলা উচ্চ বিদ্যালয়ের মাঠে নবগঠিত উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি নেতৃবৃন্দ এসব কথা বলেন।
সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আমি আজন্ম কৃতজ্ঞ। তারা আমার ওপর আস্থা রেখে যে দায়িত্ব আমার কাঁধে তুলে দিয়েছেন, আমি সেটা নীতি এবং নৈতিকতার সঙ্গে ধরে রাখব ইনশাআল্লাহ।
বিজ্ঞাপন
ঈশ্বরগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী টিপুর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনির সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নবগঠিত উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম হারুন অর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান পারভেজ, শাহজাহান জয়পুরী, হোসেন মোহাম্মদ মন্ডল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হায়দার আলী, মেহেদী হাসান রুবেল, উত্তর জেলা যুবদলের সহসভাপতি অ্যাডভোকেট সারোয়ার জাহান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন ফরিদ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন নয়ন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ আহমেদ প্রমুখ।
বিজ্ঞাপন
এর আগে সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে এদিন দুপুর থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে দলে দলে অংশগ্রহণ করে। সর্বশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ গণসংবর্ধনার সমাপ্তি ঘটে।
আমান উল্লাহ আকন্দ/আরএআর