গফরগাঁওয়ে ছাত্রলীগ নেতার বাসা থেকে অস্ত্রসহ নারী গ্রেপ্তার

ময়মনসিংহের গফরগাঁওয়ে নাদিরা আক্তার হ্যাপি (৫০) নামে নারীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তার কাছ থেকে ভারতীয় এনআইডি কার্ড, বিদেশি পিস্তল, খেলনা পিস্তল, রামদা, চাপাতি, হাসুয়া, ছুরি, ত্রিশুল, চায়না চাপাতি, চাকু, কল্কি, ৫টি সৌদি রিয়াল এবং ২৮০০ ভারতীয় রুপি জব্দ করা হয়।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে এদিন ভোররাতে গফরগাঁও পৌর শহরের শিলাসী এলাকায় নিষিদ্ধ ষোষিত ছাত্রলীগ নেতা হৃদয়ের বাসা থেকে এই নারীকে যৌথবাহিনী গ্রেপ্তার করে বলে নিশ্চিত করেছেন গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিব্বিরুল ইসলাম।
নাদিরা আক্তার হ্যাপি উপজেলার চরআলগী ইউনিয়নের বাসিন্দা। তবে বর্তমানে তিনি পৌর শহরের শিলাসী এলাকার নিষিদ্ধ ষোষিত ছাত্রলীগ নেতা হৃদয়ের ভাড়া বাসায় তৃতীয় স্বামী আবুল হোসেনের সঙ্গে বসবাস করত।
ওসি শিব্বিরুল ইসলাম বলেন, গোপন সংবাদে অভিযান চালিয়ে ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় তিনি অবৈধ অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী ও ইয়াবা সেবনকারী হিসাবে পরিচিত।
আমান উল্লাহ আকন্দ/আরকে