রসিকের সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা হারুন গ্রেপ্তার

রংপুরে অপারেশন ডেভিল হান্টে রংপুর সিটি করপোরেশনের (রসিক) সাবেক কাউন্সিলর ও মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ওরফে কানা হারুনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী।
তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টা মামলায় রংপুর সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক যুবলীগ নেতা হারুনুর রশিদ হারুন ওরফে কানা হারুনকে গ্রেপ্তার করা হয়েছে। নগরীর মাহিগঞ্জে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। এ সময় তার কাছ থেকে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আরও পড়ুন
গ্রেপ্তার হারুন অর রশিদ রংপুর মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং সাবেক ছাত্রলীগ নেতা। তিনি আওয়ামী ইউনিয়ন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক পদেও ছিলেন। তার নামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন পরবর্তী হওয়া একাধিক মামলা রয়েছে।
এদিকে রোববার দুপুরে পীরগাছা থেকে জাহিদুল ইসলাম জাহিদ নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে উপজেলার পাকারমাথা নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জাহিদুল ইসলাম জাহিদ পীরগাছা উপজেলার দশগাও এলাকার বাসিন্দা। তিনি সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য, উপজেলার মেম্বার অ্যাসোসিয়েশন ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন।
ফরহাদুজ্জামান ফারুক/রংপুর