রাতের আঁধারে দুর্ঘটনার কবলে দীপ্র ও দুর্জয়

গানের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিতি পাওয়া চট্টগ্রামের আলোচিত দুই সহোদর দীপ্র বড়ুয়া এবং দুর্জয় বড়ুয়া দুর্ঘটনার কবলে পড়েছেন। তবে এ দুর্ঘটনায় কেউই গুরুতর আহত হননি।
শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইংরেজ কবরস্থানের সামনে এ ঘটনা ঘটে। রোববার বিকেলে তাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'দীপ্র অ্যান্ড দুর্জয় ব্রাদার্সে' এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
ফেসবুক পেজের পোস্টে তারা উল্লেখ করেন, কুমিল্লার দেবীদ্বার থেকে বাড়ি ফেরার পথে ভগবানের আশির্বাদ/দোয়ায় আমরা সবাই আবার মৃত্যুর মুখ থেকে ফিরে আসলাম! আপাতত সবাই সুস্থ আছি, ভালো আছি।
বিঃ দ্রঃ কুমিল্লা ক্যান্টনমেন্টের ময়নামতি বাজারের ইংরেজ কবরস্থানের পাশেই এই দুর্ঘটনা ঘটে!.. রাস্তার মাঝে ডিভাইডারগুলো পর্যবেক্ষণ করে বাঁকা ডিভাইডারগুলোকে সোজা করার অনুরোধ রইলো!
আরও পড়ুন
রোববার বিকেলে দীপ্র বড়ুয়া ঢাকা পোস্টকে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহর আমন্ত্রণে শনিবার দেবিদ্বার রেয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে স্টুডেন্ট ফেস্টের প্রোগ্রামে কনসার্ট করতে যাই। চট্টগ্রাম থেকে আমরা ১০ জন একটি মাইক্রোতে করে এসেছি। কনসার্ট শেষ করে ফেরার পথে কুমিল্লার ময়নামতি ইংরেজ কবরস্থানর পাশে সড়ক বিভাজন বাঁকা হয়ে থাকায় সেটি সড়কের ওপরে চলে এসেছে। চালক গাড়িটি নিয়ন্ত্রণ করার আগেই সড়ক বিভাজনে ধাক্কা লাগে। এতে গাড়িটির সামনের অংশ চূর্ণ হয়। আমাদের সবাই কম-বেশি ব্যথা পেয়েছে। একজন মিউজিশিয়ানের মাথা ফেটে গেছে। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। সড়ক বিভাজনগুলো ঠিক করার অনুরোধ জানাচ্ছি কর্তৃপক্ষকে।
বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক ঢাকা পোস্টকে বলেন, এ খবরটি আমাদের কেউ জানায়নি।
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার খাইরুল আলম ঢাকা পোস্টকে বলেন, খোঁজ নিয়ে বিষয়টি জেনে সড়ক বিভাগের সঙ্গে কথা বলব।
এ বিষয়ে জানতে সড়ক ও জনপথ অধিদপ্তর কুমিল্লার নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমাকে বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
আরিফ আজগর/এমজে