জনদুর্ভোগ নিরসনে তাড়াতাড়ি স্থানীয় সরকার নির্বাচন দিন

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা আপনাদের বিনয়ের সাথে বলবো। আপনারাও মজলুম ছিলেন, আমরাও মজলুম ছিলাম। এমন কোনো কাজ করবেন না, যা করলে আমাদের শহীদদের আত্মা কষ্ট পাবে। যা করলে অসংখ্য আহত পঙ্গুরা অপমানিত হবে না। মজলুম মানুষের মনে ক্ষোভের আগুন জ্বলে উঠবে। সৎভাবে বেঁচে থাকার যদি অবলম্বন না থাকে, আমরা আপনাদের আশ্বস্ত করছি, আল্লাহ-তাহালা যে রিজিক দিয়েছেন তা থেকে আমরা আপনাদের ভাগ দেব। আর চাঁদাবাজি, দখলদারি করবেন না। আর মানুষকে কষ্ট দেবেন না।
বিজ্ঞাপন
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ বিশ্বরোডে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, স্থানীয় সরকারের সিটি কর্পোরেশন, জেলা পরিষদ ও পৌরসভার সেবা এখন প্রশাসক দিচ্ছেন। জনগণের প্রতি তাদের দায় নেই। এই প্রতিষ্ঠানগুলো এখন অভিভাবক শূন্য। জনদুর্ভোগ নিরসনের জন্য তাড়াতাড়ি স্থানীয় সরকার নির্বাচন দিন। এসব নির্বাচন হলে জনগণের দুর্ভোগ লাঘব হবে। তারপর অবশ্যই জাতীয় নির্বাচন দিতে হবে। তবে জাতীয় নির্বাচনের মৌলিক কিছু সংস্কার জনগণ চায়।র মানুষের খেয়ে বেঁচে থাকার জন্য সংস্কার প্রয়োজন। নির্বাচনে কালো টাকা ও পেশীশক্তির প্রভাব যেন সৃষ্টি না হয় সে জন্য সংস্কার প্রয়োজন। যাতে করে এদেশের প্রত্যেকটা ভোটার তার ভোট দিতে পারে, আমরা তা চাই। সরকার জাতীয় নির্বাচন নিয়ে গড়িমসি করুক, এটা কাম্য নয়। আমরা তাই বলছি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আনুপাতিক হারে ভোটের নির্বাচন হবে। যে দল যত পার্সেন্ট ভোট পাবে, সেই দল সংসদে ততটা আসন পাবে। তখন প্রত্যেকটা ভোট কাজে লাগবে। দুনিয়ার সকল দেশে উন্নয়নের কাজ করে স্থানীয় পরিষদ সরকার। আর আমাদের দেশের সরকার স্থানীয় পরিষদকে বঞ্চিত করে এ কাজ করে এমপি-মন্ত্রীরা। সংবিধান বলে একাজ এমপি-মন্ত্রীর নয়। এমপিরা সংসদে আইন পাস করবেন। স্থানীয় সরকারের প্রতিনিধিরা সুষম উন্নয়ন করবেন। এই নির্বাচন চালু হলে কোনো গডফাদাররা নির্বাচনে আসবে না। কারণ সে জানে না সে কত নম্বরে আছে। আপনারা বলবেন তাহলে এলাকার উন্নয়ন কে দেখবে? এলাকার উন্নয়ন দেখবে স্থানীয় জনপ্রতিনিধিরা। এটা তাদের কাজ। এটা এমপিদের কাজ না। এমপিদের কাজ আইন প্রণয়ন করা। দুনিয়ার সকল দেশে উন্নয়নের কাজ করে স্থানীয় সরকার। আর আমাদের দেশে তাদেরকে বঞ্চিত করে এটা নিয়ে নেয় এমপি এবং মন্ত্রীরা। এটা অন্যায়, এটা সংবিধান বিরোধী।
জামায়াতের আমির বলেন, আপনি যখন একটি পণ্যবাহী গাড়ি থেকে চাঁদাবাজি করেন তখন এর বোঝা গিয়ে পড়ে ১৮ কোটি মানুষের ঘাড়ে। একজন ভিক্ষা করা মানুষের ওপর, একজন পরিচ্ছন্নতাকর্মীর ওপরে পড়ে। জুলুম-চাঁদাবাজি বন্ধ করেন। সাড়ে ১৫ বছর ঘরে বন্দি ছিলেন। ঘর থেকে বের হতে পারেননি। বর্তমান পরিস্থিতিকে আল্লাহ তায়ালার নেয়ামত হিসেবে মনে করুন। আল্লাহ তাহলে আপনাদের ভাগ্য সুপ্রসন্ন করে দেবেন। দেশবাসীও ঘুরে দাঁড়াতে পারবে।
বিজ্ঞাপন
এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এটিএম মাসুদ, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল উদ্দিন, সাবেক জেলা আমির মাওলানা আবদুর রহিম পাটওয়ারী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
আনোয়ারুল হক/আরএআর