ধামরাইয়ে সাবেক ইউপি সদস্যকে চোখ উপড়ে হত্যা

ঢাকার ধামরাইয়ে সাবেক ইউপি সদস্য বাবুল হোসেনকে (৫৫) চোখ উপড়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বিজ্ঞাপন
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কুল্লা ইউনিয়নের মাখলিয়া গ্রামের আকসির নগর কৃষি জমিতে ঘটেছে এ ঘটনা।
নিহত বাবুল হোসেন উপজেলার কুল্লা ইউনিয়নের মাখলিয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে। তিনি ধামরাই ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন। বর্তমানে তিনি কৃষিকাজ করতেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
নিহতের ভাতিজা মোমিন হাসান বলেন, “আমার চাচা ধামরাই ৬ নং ওয়ার্ডের মেম্বার ছিলেন। বর্তমানে তিনি কৃষিকাজ করতেন। আজ দুপুরে নামাজের কিছু সময় আগে মাখলিয়ার আকসির নগরের ভেতরে কৃষি খেত দেখার জন্য সেখানে চাচা গিয়েছিলেন। আমি তখন এলাকার মসজিদে নামাজ পড়তে যাই। নামাজ শেষে বের হলে চাচি এসে আমাকে বলে, চাচার (বাবুল) চোখ তুলে ফেলেছে ও মাথা ফাটিয়ে, হাত-পা ভেঙে দিছে। তখন আমি ক্ষেতে গিয়ে রক্তাক্ত অবস্থায় চাচাকে উদ্ধার করি। পরে রিকশায় করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। সেখানে ডাক্তার চাচাকে মৃত ঘোষণা করেন।”
এসময় মোমিন আরও বলেন, স্থানীয় আসাদ, সৈকত, শরীফ ও মনিররা চাচার ওপরে হামলা করেছে। তারা লোহার রড় ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে।
বিজ্ঞাপন
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী ঢাকা পোস্টকে বলেন, বিকেল ৩টার দিকে ধামরাই থেকে বাবুল নামে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল বলে জানান তিনি।
ধামারাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। মূলত জমি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানিয়েছেন ওসি।
লোটন আচার্য্য/এসএমডব্লিউ