বাসের চাকায় পিষ্ট হয়ে ২ যুবকের মৃত্যু

নরসিংদীর রায়পুরায় ঢাকাগামী যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলে থাকা দুই যুবকের মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মরজাল ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের চারাবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—উপজেলার উত্তরবাখরনগর ইউনিয়নের জঙ্গী শিবপুর বেপারী পাড়া গ্রামের জুমানের ছেলে রনি (৩০) এবং একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে তাপস (৩০)।
বিজ্ঞাপন
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল হক ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রায়পুরার উত্তর বাখননগর ইউনিয়নের জঙ্গী শিবপুর গ্রামের রনি ও তাপস মটরসাইকেল যোগে নরসিংদী সদরে আসছিলেন। মটরসাইকেলটি রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের চারাবাগ এলাকায় পৌঁছলে বিপরীতদিক থেকে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস লাবিবা পরিবহনের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের দুই আরোহী রাস্তায় ছিটকে পড়েন। এ সময় বাসটি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করেন।
বিজ্ঞাপন
নিহতের স্বজনরা বলেন, ছোট ভাইয়ের সুন্নতের খ্যাৎনা অনুষ্ঠানে যাওয়ার জন্য বাড়ি থেকে নরসিংদীর উদ্দেশে যাত্রা করেন রনি ও তাপস। পথে মরজালের চারাবাগে বাসের চাপায় পিষ্ট হয়ে একইসঙ্গে দুজন নিহত হন।
ভৈরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল হক জানিয়েছেন, একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে ভৈরব হাইওয়ে ফাঁড়িতে নিয়ে এসেছে এবং সুরতহাল রিপোর্ট করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তন্ময় সাহা/এএমকে