বিদ্যালয় বন্ধ রেখে মেলায় শিক্ষকরা, উড়ছে জাতীয় পতাকা

সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের পিতাম্বপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রেখে শিক্ষক-শিক্ষিকারা গেছেন ধলের মেলায়। তবে জাতীয় পতাকা তখনো উড়ছিল।
বিজ্ঞাপন
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় দেখা যায় বিদ্যালয়ের সব শ্রেণিকক্ষ তালাবদ্ধ, নেই কোনো শিক্ষার্থী বা শিক্ষক-শিক্ষিকা।অথচ বিদ্যালয় বন্ধ থাকলেও জাতীয় পতাকা নামানো হয়নি, যা জাতীয় পতাকা বিধিমালা ১৯৭২ (সংশোধিত ২০১০) অনুযায়ী স্পষ্ট অবমাননা।
খোঁজ নিয়ে জানা গেছে, ওই দিন উপজেলার ধল গ্রামে একটি বড় মেলা ছিল। দুপুর ১টার দিকেই শিক্ষকরা বিদ্যালয় ছুটি দিয়ে মেলা ও পারিবারিক কাজে চলে যান। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান, এটি একদিনের ঘটনা নয়। প্রায়ই বিদ্যালয় ছুটির দিনেও পতাকা উড়তে দেখা যায়, যা চরম দায়িত্বহীনতার পরিচায়ক।শিক্ষকদের এমন দায়িত্বহীন হলে শিক্ষার মান নিয়ে প্রশ্ন থাকে।
বিজ্ঞাপন
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শুয়েব আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঢাকা পোস্টকে বলেন, “আমি জরুরি কাজে দিরাইয়ে আছি।” তবে জাতীয় পতাকা বিষয়ে প্রশ্ন করা মাত্রই তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন। পরে অনেকবার তাকে ফোন দিলেও যোগাযোগ করা যায় নি।
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস ঢাকা পোস্ট কে বলেন, “বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
তামিম রায়হান/এসএমডব্লিউ