বিতর্কের মুখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি স্থগিত

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের অন্তর্ভুক্ত, মহিলাদের শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদের নাম ব্যবহারসহ অন্য জেলার ছাত্রদের নিয়ে বিতর্কের জন্ম দেওয়া নবগঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট মহানগর কমিটি স্থগিত করা হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৮ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির কেন্দ্রীয় সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব । তিনি বলেন, কমিটিতে অনেকগুলো নাম ও প্রতিষ্ঠানের নাম ভুল ছিল। ওই ভুলের জন্য আপাতত কমিটি স্থগিত করা হয়েছে। পরে সংশোধন করে কমিটি প্রকাশ করা হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে ক্ষোভ ও তুমুল বিতর্কের মুখে ওই দিন আসাদুল্লাহ আল গালিব তার ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে লিখেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট মহানগর কমিটিতে অনাকাঙ্ক্ষিত ভাবে অনেক ভুল আসায় পেইজ থেকে কমিটি সরিয়ে নেওয়া হয়েছে। কমিটি প্রকাশের পরে অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন। কারও কোনো স্পেসিফিক অভিযোগ থাকলে বিভাগীয় সফরে যারা কমিটি গঠনের দায়িত্বে ছিল তাদের দিতে বলা হচ্ছে। কমিটি স্থগিত থাকবে। সবকিছু সংশোধন করে পুনরায় কমিটি প্রকাশ করা হবে। এছাড়া সম্মিলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সিলেট এবং সম্মিলিত মেডিকেল কলেজ, সিলেটের কমিটি গঠনের কাজ চলমান আছে। যারা এ ২টা ইউনিটে কাজ করতে আগ্রহী তাদের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে যোগাযোগ করতে বলা হচ্ছে।
প্রসঙ্গত, গত রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল সিলেট মহানগর শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন দেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) কমিটি প্রকাশ করা হয়। আর এই কমিটি প্রকাশের পরপরই তৈরি হয়েছে বিতর্ক ও ক্ষোভ। কমিটিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের ঠাঁই ও মহিলা কলেজের ছাত্রীদের নামের জায়গায় স্থান পায় ছাত্রদের নাম। এছাড়াও মহানগরের কমিটিতে অন্য জেলার শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীরা অন্তর্ভুক্ত হন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়।
মাসুদ আহমদ রনি/এআইএস